No Internet Connection !

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? উ: কামরুল হাসান।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী? উ: শাপলা।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় গাছের নাম কী? উ: আম গাছ।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পাখির নাম কী? উ: দোয়েল।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় ফলের নাম কী? উ: কাঁঠাল।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পশুর নাম কী? উ: রয়েল বেঙ্গল টাইগার।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় বনের নাম কী? উ: সুন্দরবন।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? উ: ইলিশ।
প্রশ্ন: জাতীয় প্রতীক মন্ত্রিপরিষদ সভায় অনুমোদন লাভ করে কবে? উত্তর: ২৮ ফেব্রুয়ারি ১৯৭২।
প্রশ্ন: জাতীয় প্রতীক সম্পর্কে সংবিধানের কত অনুচ্ছেদে বর্ণনা আছে? উত্তর: ৪(৩) অনুচ্ছেদে।
প্রশ্ন: জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী কে? উত্তর: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
প্রশ্ন: জাতীয় প্রতীকের চারটি তারকা দিয়ে কী বোঝানো হয়েছে? উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি।
প্রশ্ন: দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কী? উত্তর: Copsychus saularis.
প্রশ্ন: কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম কী? উত্তর: Artocarpus heterophyllus।
প্রশ্ন: কাঁঠাল গাছের ইংরেজি নাম কী? উত্তর: Jackfruit tree।
প্রশ্ন: হা-ডু-ডু খেলাকে কবে 'কাবাডি' নামকরণ করা হয়? উত্তর: ১৯৭২ সালে।
প্রশ্ন: কাবাডি খেলাকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করা হয় কবে? উত্তর: ১৯৭২ সালে।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোনটি? উ: জাতীয় গ্রন্থাগার, গুলিস্তান, ঢাকা।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কী? উ: সোহরাওয়ার্দী উদ্যান।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় খেলার নাম কী? উ: কাবাডি (হাডুডু)।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় কবির নাম কী? উ: কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় শিশু পার্ক কোনটি? উ: ঢাকা শিশু পার্ক।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? উ: ২৬ মার্চ।
প্রশ্ন: বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? উ: এ.এন.এ. সাহা।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় প্রতীক কী? উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাটগাছের পরপর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা।
প্রশ্ন: আম গাছকে জাতীয় বৃক্ষ হিসেবে ঘোষণা করা হয় কবে থেকে? উ: ১৪ ডিসেম্বর ২০১০ সালে।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কী? উ: বায়তুল মোকাররম মসজিদ।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় জাদুঘরের নাম কী? উ: ঢাকা জাতীয় জাদুঘর (শাহবাগ)।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় বিমানবন্দরের নাম কী? উ: শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দর।
প্রশ্ন: কাজী নজরুল ইসলামকে স্থায়িভাবে কবে বাংলাদেশে নিয়ে আসা হয়? উ: ১৯৭৪ সালে।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় উৎসব কোনটি? উ: বাংলা নববর্ষ বরণ উৎসব।
প্রশ্ন: রয়েল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম কী? উত্তর: Panthera tigris.
প্রশ্ন: বায়তুল মোকাররম মসজিদের স্থপতি কে? উত্তর: আবুল হুসাইন থারিয়ানি (পাকিস্তান)।
প্রশ্ন: জাতীয় মসজিদে কবে প্রথম নামাজ অনুষ্ঠিত হয়? উত্তর: ২৫ জানুয়ারি ১৯৬৩।
প্রশ্ন: জাতীয় চিড়িয়াখানার নাম কী? উত্তর: বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা।
প্রশ্ন: জাতীয় চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর: ১৯৬৪ সালে।
প্রশ্ন: জাতীয় চিড়িয়াখানার অবস্থান কোথায়? উত্তর: মিরপুর, ঢাকা।
প্রশ্ন: বাংলাদেশ জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর: শাহবাগ, ঢাকা।
প্রশ্ন: বাংলাদেশ জাতীয় জাদুঘরের স্থপতি কে? উত্তর: মোস্তফা কামাল।
প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? উত্তর: সাভারের নবীনগরে।
প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তর: সৈয়দ মাইনুল হোসেন।
প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী? উত্তর: সম্মিলিত প্রয়াস।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? উত্তর: আমগাছ।
প্রশ্ন: কবে আম গাছকে জাতীয় বৃক্ষ ঘোষণা করা হয়? উত্তর: ১৫ নভেম্বর ২০১০।
প্রশ্ন: আম বা আম গাছের বৈজ্ঞানিক নাম কী? উত্তর: Mangifera indica.
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় বন কোনটি? উত্তর: সুন্দরবন (প্রধান বৃক্ষ সুন্দরী)।
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? উত্তর: সুন্দরবন।
প্রশ্ন: সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের তালিকায় কততম? উত্তর: ৭৯৮ তম।
প্রশ্ন: মানচিত্র কী? উত্তর: মানচিত্র একটি দেশের সীমানা, নির্দিষ্ট ভূখণ্ড নির্দেশ করে।
প্রশ্ন: প্রথম মানচিত্র খচিত জাতীয় পতাকা আঁকেন কে? উত্তর: শিবনারায়ণ দাশ।
প্রশ্ন: 'অপারেশন নবযাত্রা' কী? উত্তর: ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন কার্যক্রম।
প্রশ্ন: 'অপারেশন নবযাত্রা' শুরু হয় কবে? উত্তর: ২০০৭ সালে (বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে)।
প্রশ্ন: স্মার্ট কার্ডের মেয়াদকাল কত? উত্তর: ১০ বছর।
প্রশ্ন: বাংলাদেশের সাপ্তাহিক ছুটি কী বার? উত্তর: শুক্র ও শনি।
প্রশ্ন: সাপ্তাহিক ছুটি দুই দিন শুক্র ও শনিবার করা হয় কবে? উত্তর: ২৯ মে ১৯৯৭।
প্রশ্ন: ২৬ মার্চ কে জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালে? উ: ১৯৮০ সালে।
প্রশ্ন: বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? উ: মেজর জেমস রেনেল।
top
Back
Home
Gsearch